বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উদ্যোগে মহান বিজয় দিবস - ২০২০ উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত।

মহান বিজয় দিবস ২০২০ উপলক্ষে  বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর উদ্যোগে এক ভার্চুয়াল আলোচনা সভা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.সরোজ কান্তি সিংহ হাজারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত ভার্চুয়াল আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এ.এন. এম ইউসুফ চৌধুরী, আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন প্রফেসর এবিএম আাবু নোমান, বিশ্ববিদ্যালয়ের  পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নারায়ণ বৈদ্য, ফার্মেসী বিভাগের প্রফেসর ড. হযরত আলী মিঞা, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ.এফ.এম. আখতারুজ্জামান কায়সার, ইংরেজী বিভাগের চেয়াম্যান খালেদ বিন চৌধুরী,  এমবিএ প্রোগ্রামের কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক কামাল উদ্দীন, বিবিএ প্রোগ্রাম কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সরওয়ার উদ্দীন ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অনিন্দ্য কুমার নাথ,  , কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান  মোহাম্মদ সালাহউদ্দিন চৌধুরী, ডেপুটি রেজিস্ট্রার সালাহ উদ্দীন শাহরিয়ার, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক এম.ইউ. জামান প্রমুখ। 

 সভায় বক্তারা বলেন, মহান বিজয় দিবস বাঙ্গালী জাতির বীরত্বের এক অবিস্মরণীয় দিন, বীরের জাতি হিসেবে আত্ম প্রকাশের দিন। এবছর বিজয় দিবস অনেক তাৎপর্যপূর্ণ কারণ জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মমতবার্ষিকী ও সামনে  স্বাধীনতার সূবর্ণজয়ন্তী  তাই বর্তমান বাংলাদেশের অগ্রযাত্রা ও প্রবৃদ্ধিকে ধরে রাখতে বঙ্গবন্ধুর আদর্শে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার জন্য সবাইকে কাজ করতে হবে। তাহলে মহান স্বাধীনতার যুদ্ধে যারা আত্মত্যাগ করেছে তাদের আত্মা শান্তি পাবে। আমরা প্রত্যেকেই যদি আমাদের দেশপ্রেমে  উদ্ধুদ্ধ হয়ে দেশের জন্য কাজ করি তাহলেই শোষণ ও বৈষম্য মুক্ত স্বনির্ভর এবং উন্নত বাংলাদেশ গঠন করা সম্ভব হবে।

Events Gallery

 

Campus Address

Address: "BGC Biddyanagar" Chandanaish, Chattogram, Bangladesh

Email: info@bgctub.ac.bd

Email: infobgctub@gmail.com

Phone: 03033-56193

Phone: 01755588627,01755588619

Fax: +880-31-2550224